ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চবি থেকে ডি-লিট ডিগ্রি পেলেন ড. ইউনূস

২০২৫ মে ১৪ ১৫:০৯:৩৪
চবি থেকে ডি-লিট ডিগ্রি পেলেন ড. ইউনূস

ডুয়া ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে ডি-লিট (Doctor of Literature) ডিগ্রি প্রদান করা হয়েছে।

বুধবার ( ১৪ মে) দুপুরে অনুষ্ঠিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন।

উপাচার্য জানান, বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে এই ডিগ্রি দেওয়া হয়েছে।

এবারের সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়াও ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন।

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে