ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দরপতনেও আগ্রহের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

২০২৫ মে ১৪ ১৫:০৪:৫৫
দরপতনেও আগ্রহের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

ডুয়া নিউজ : আজ (১৪ মে) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬১টির। দর বৃদ্ধি পাওয়া ৬১টি কোম্পানির মধ্যে ৩৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। যার মধ্যে আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টি অবস্থান করছে। প্রতিষ্ঠান ৫টি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ড, মাগুরা মাল্টিপ্লেক্স, ফাইন ফুডস এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সর। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সা।

বৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকা মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৩.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৯৯ পয়সায়।

অন্য ২ প্রতিষ্ঠানের মধ্যে- ফাইন ফুডসের ৫ টাকা ৪০ পয়সা বা ২.৬৩ শতাংশ বেড়ে ২১০ টাকা ৬০ পয়সায় এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ টাকা বা ২.৫০ শতাংশ বেড়ে ৪১ টাকায় দাঁড়িয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে