ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চোখ রাঙিয়ে আসছে ঘূর্ণিঝড়, সর্বোচ্চ ঝুঁকিতে যেসব অঞ্চল

২০২৫ মে ১৪ ১১:৩৬:১০
চোখ রাঙিয়ে আসছে ঘূর্ণিঝড়, সর্বোচ্চ ঝুঁকিতে যেসব অঞ্চল

ডুয়া ডেস্ক: বৈশাখের শেষভাগে এসে দেশের আবহাওয়া ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে প্রচণ্ড তাপপ্রবাহে নাকাল জনজীবন, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরের বর্তমান পরিবেশ ঘূর্ণিঝড় তৈরির জন্য অত্যন্ত উপযোগী। তাঁর মতে, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

‘শক্তি’ নামটি শ্রীলঙ্কার প্রস্তাবনায় উঠে এসেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়নি, তবে পূর্বাভাস বলছে এটি ‘শক্তি’ নামেই পরিচিত হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য আঘাত হানার এলাকা বিস্তৃত ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও ঝুঁকি রয়েছে। এসব এলাকায় তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সময়ের নিম্নচাপ, বাতাসে আর্দ্রতার বৃদ্ধি ও গড় তাপমাত্রার পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে একটি বড় ধরনের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। যদিও এখনো ঘূর্ণিঝড়ের নিশ্চিত লক্ষণ প্রকাশ পায়নি, তবে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে