ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দেশের আকাশসীমায় আসছে ৪৮ আধুনিক যু-দ্ধবিমান

২০২৫ মে ১২ ০৯:৩৯:০৮
দেশের আকাশসীমায় আসছে ৪৮ আধুনিক যু-দ্ধবিমান

ডুয়া ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী চীনের উন্নত প্রযুক্তির চেংদু জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় এই যুদ্ধবিমান যুক্ত করা দ্বিতীয় দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত দেশের আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) প্রথম ধাপে ১৬টি জে-১০সি সংগ্রহের পরিকল্পনা নিয়েছে, যা পুরনো এফ-৭ যুদ্ধবিমানের জায়গা নেবে। পাশাপাশি আরও ৩২টি জেএফ-১৭ থান্ডার ব্লক-থ্রি বিমান সংগ্রহের আগ্রহও প্রকাশ করেছে বাংলাদেশ। চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি এই জেট ইতোমধ্যে পাকিস্তান বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগকে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপে উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারত, যারা মনে করছে চীন ও পাকিস্তান– এই দুই কৌশলগত প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

এ বিষয়ে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, যুদ্ধক্ষমতা বাড়াতে প্রজন্মগত উন্নয়ন অত্যন্ত জরুরি। জে-১০সি সংগ্রহ বিএএফ-এর দীর্ঘমেয়াদি আধুনিকায়ন পরিকল্পনার প্রথম ধাপ। ভবিষ্যতে আরও উন্নত ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

চীনের তৈরি জে-১০সি বিমান ২০১৮ সাল থেকে চীনা বিমান বাহিনীর বহরে যুক্ত রয়েছে। এটি অত্যাধুনিক AESA রাডার, WS-10C ইঞ্জিন এবং স্টেলথ প্রযুক্তির সংমিশ্রণে গঠিত। বিমানটি দূর-পাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা শত্রু লক্ষ্যবস্তুকে দৃষ্টিসীমার বাইরেও আঘাত হানতে পারে।

বিশ্লেষকদের মতে, এই বিমান সংগ্রহ বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় ভারসাম্য এনে দেবে এবং আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে এটি দেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি কৌশলগত বার্তা দেবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে