ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারে গতি ফেরাতে বাজেটে আসছে একগুচ্ছ প্রণোদনা

ডুয়া নিউজ: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের শেয়ারবাজার চাঙ্গা করতে একাধিক প্রণোদনার পরিকল্পনা করছে সরকার। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বাজেটে বিনিয়োগকারীদের জন্য কর ছাড়, কোম্পানিগুলোর তালিকাভুক্তি উৎসাহিত করতে কর ব্যবধান বাড়ানো এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর করহারে ছাড় দেওয়ার মতো উদ্যোগ থাকছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেয়ারবাজারে বিনিয়োগের ওপর কর ছাড় এবং ডিভিডেন্ড আয়ের ওপর কর রেয়াতের সীমা বাড়ানো হতে পারে। পাশাপাশি, অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনতে কর হারে বড় ধরনের পার্থক্য তৈরির চিন্তা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করা হতে পারে।
বর্তমানে শেয়ারবাজারে থাকা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭.৫ শতাংশ, যেখানে বাজারের বাইরে থাকা একই ধরনের প্রতিষ্ঠানের করহার ৪০ শতাংশ। এই ব্যবধান বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আছে। অন্যদিকে, মোবাইল ফোন কোম্পানিগুলোর ওপর করহার ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার কথাও ভাবছে সরকার, যাতে বাংলালিংক ও টেলিটকের মতো বাজার-বহির্ভূত কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে আগ্রহী হয়।
পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর করহারও পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে যেসব কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়া হয়েছে, তাদের করহার ২০ শতাংশ এবং ১০ শতাংশ বা তার কম শেয়ারের ক্ষেত্রে করহার ২২.৫ শতাংশ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই শেয়ারবাজারে তালিকাভুক্তি উৎসাহিত করতে ১৫ শতাংশ কর ব্যবধান চেয়েছে। পাশাপাশি তারা সুপারিশ করেছে—যেসব কোম্পানি ১০ কোটি টাকার বেশি ট্যাক্স ইনসেনটিভ পায়, তাদের তালিকাভুক্তি বাধ্যতামূলক করা হোক। একই সঙ্গে নতুন কোম্পানিগুলোর জন্য ট্যাক্স হলিডে সুবিধার প্রস্তাবও দিয়েছে বিএসইসি।
এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে শেয়ারবাজারে নতুন কোম্পানি আসা, বিনিয়োগ বাড়া এবং বাজারে আস্থা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন