ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাবিতে 'পিংক রান' অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ৩১ ২০:০৬:১২

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাবিতে 'পিংক রান' অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাস বিশ্বজুড়ে 'স্তন ক্যান্সার সচেতনতা মাস' হিসেবে পালিত হয়। এই প্রাণঘাতী রোগ সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হলো সচেতনতামূলক মিনি ম্যারাথন 'পিংক রান ২০২৫'।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর আয়োজনে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে টিএসসি, শিববাড়ি মোড় হয়ে কার্জন হল ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

ম্যারাথন উদ্বোধনকালে সিসিআরটিবি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব বলেন, ক্যান্সার নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে, বিশেষ করে নারীদের স্তন ক্যান্সার নিয়ে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। তিনি জোর দেন যে, শুরু থেকেই সচেতন থাকলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব। এছাড়া, যেকোনো ক্যান্সারের জন্য সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি মো. আব্দুল্লাহ আল মামুন ও ট্রেজারার কামরুল ইসলাম রিপন, যারা ক্যান্সার সচেতনতায় দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ম্যারাথনে কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদের এজিএস শিমু আক্তার ও ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক শুভ্র দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত