ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মিনহাজ মান্নান বেকসুর খালাস

২০২৫ অক্টোবর ৩১ ২২:৪৫:৪৮

ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মিনহাজ মান্নান বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনকে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তার আপিল মঞ্জুর করে গতকাল (৩০ অক্টোবর) বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্টের এই রায়ের ফলে মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বের আদেশ বাতিল হয়ে গেল এবং তিনি মামলা থেকে বেঁকসুর খালাস পেলেন।

ইমনের আইনজীবী অ্যাডভোকেট মঈন ফিরোজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালে দায়ের করা এই মামলার সব অভিযোগ থেকে তার মক্কেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া এবং মিনহাজ মান্নান ইমনসহ মোট সাতজনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। চার্জ গঠিত হওয়া বাকি অভিযুক্তরা হলেন—সুইডেনভিত্তিক সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরিভিত্তিক সামিউল ইসলাম খান (ওরফে স্যাম বা জুলকার নাইন), আশিক ইমরান এবং ওয়াহিদুন্নবী।

ট্রাইব্যুনালের ওই আদেশের পর দিদারুল ইসলাম এবং ইমন উভয়ই আপিল করেন। তাদের আপিল প্রাথমিকভাবে খারিজ হয়ে গেলে, ইমন ২০২২ সালের শেষের দিকে হাইকোর্টে আপিল করেন।

ওই বছরের ২৪ আগস্ট আদালত তার আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে মামলার কার্যক্রমে অস্থায়ী স্থগিতাদেশ দেন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট গতকাল ইমনের পক্ষে রায় ঘোষণা করেন, যার মাধ্যমে তার আপিল মঞ্জুর হয় এবং তিনি মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পান।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

২০২০ সালের ৫ মে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব' ছড়ানোর অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মামলার চার্জশিট জমা দেয়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত