ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সোশ্যাল মিডিয়া তৈরি করলেন বাংলাদেশের ৩ শিক্ষার্থী!

২০২৫ মে ১১ ২১:৪৯:২৮
সোশ্যাল মিডিয়া তৈরি করলেন বাংলাদেশের ৩ শিক্ষার্থী!

ডুয়া ডেস্ক: ‘বাউব্রেনিয়াম’ নামে একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরী করেছেন বাংলাদেশের তিন শিক্ষার্থী। ‘টিম তিন উস্তাদ’নামের এই দলে আছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী- একেএম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান ও মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া মাধ্যমটি www.baubrainium.xyz লিংকে ওয়েব ভার্সন ও www.tinustad.xyz/baubrainium.apk লিংকে অ্যাপ পাওয়া যাবে। এটিই বাংলাদেশের ইতিহাসে প্রথম নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম যা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করেছেন শিক্ষার্থীরা।

উদ্ভাবক এই দলের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সার্বিক সহযোগিতা করা এ সামাজিক যোগাযোগমাধ্যমের মূল উদ্দেশ্য। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও একটি কেন্দ্রীয় নিজস্ব মাধ্যম কখনো ছিল না। তাই এমন উদ্যোগ নিয়েছে তারা।

এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, সাবেক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত অভিজ্ঞতা, উপদেশ ছাড়াও প্রাক্তন-বর্তমান সকলকে একটি ডিজিটাল কমিউনিটিতে যুক্ত রাখা সম্ভব। এছাড়াও পরিচিত মানুষকে ‘সিক্রেট মেসেজ’দেবার মত বিশেষ সুবিধা থাকবে এই মাধ্যমে। এছাড়াও তথ্য সংগ্রহ এবং প্রচারের পাশাপাশি তথ্য সুরক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন উদ্যোক্তারা। তৃতীয় কোনো পক্ষ তথ্য যাতে না পায় এবং তথ্য চুরি রোধে এক্সনহোস্ট (বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান)-এর নিরাপদ সার্ভারে তথ্যকে সাংকেতিকভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বাউব্রেনিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তারা জানান, ভবিষ্যতে এতে ক্লাসের সময়সূচি, রিয়েল-টাইম বাস ট্র্যাকিং ব্যবস্থা, একাডেমিক ক্যালেন্ডার, অফিসিয়াল নোটিশ ও ক্যাম্পাসের সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়াও চাকরি ও ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি, বিভাগভিত্তিক আলোচনার সুযোগ অন্তর্ভুক্ত করারও সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে