ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
সংস্কারের পথে শেয়ারবাজার: দুর্নীতি নির্মূলে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গুরুতর দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আজ রোববার (১১ মে) দুপুরে রাজধানীর যমুনায় অনুষ্ঠিত ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শেয়ারবাজারে জড়িত অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ পদক্ষেপের মাধ্যমে সবাইকে জানানো হবে—কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আর্থিক বিভাগ সচিব নাজমা মোবারেক।
বিএসইসি চেয়ারম্যান গৃহীত সংস্কার কার্যক্রম ও চলমান উদ্যোগের উপর বিস্তারিত উপস্থাপন করেন। আলোচনা শেষে শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা দেন, যেগুলো হলো:
১. সরকারি অংশীদারিত্ব থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করতে হবে।
২. দেশের বড় বেসরকারি কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা বিবেচনা করতে হবে।
৩. বাজারে স্বার্থে জড়িত ব্যক্তিদের প্রভাব কমিয়ে নিরপেক্ষ মনিটরিং নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তিন মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে।
৪. বড় প্রকল্পের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে কোম্পানিগুলো যেন বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে, এ বিষয়ে কৌশল নির্ধারণ করতে হবে।
৫. দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী বা দালালদের চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রেস সচিব বলেন, বাজারে প্রভাবশালী গোষ্ঠী সংস্কার বাধা দিচ্ছে। তাদের নিয়ন্ত্রণে এনে গভীর সংস্কার কার্যকর করতে হবে যাতে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন