ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

২০২৫ মে ১০ ১৫:২২:২০
যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' এবং আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো:

  • বাংলাদেশ সচিবালয়

  • প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়

  • কাকরাইল মসজিদ মোড়

  • অফিসার্স ক্লাব মোড়

  • মিন্টো রোড এলাকা

উল্লেখ্য, এর আগেও একাধিকবার যমুনা ও সচিবালয় ঘিরে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে