ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়: প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পদ্ধতি

২০২৫ মে ০৮ ১৮:১৯:৪৩
জাতীয় বিশ্ববিদ্যালয়: প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পদ্ধতি

ডুয়া ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত নিয়ম ও সময়সূচি মেনে এ কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে।

কীভাবে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন:

প্রথম ধাপ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions/regicard)–এ প্রবেশ করতে হবে।

দ্বিতীয় ধাপ: College Login অপশনে গিয়ে প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।

তৃতীয় ধাপ: কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট করা কার্ডের তথ্য ও ছবি যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এবং শিক্ষার্থীর ছবির ওপর অধ্যক্ষ স্বাক্ষর ও সিল দেবেন।

সতর্কতা: অন্য কারও ছবি থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

যেসব কলেজের Password নেই:

যেসব কলেজ এখনও Password সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানা উল্লেখ করে [email protected]–এ আবেদন পাঠাতে হবে। পরে সেই ই-মেইলে User ID ও Password পাঠানো হবে। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য দেওয়া User ID ও Password এখনও কার্যকর থাকবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

যেসব কলেজের কোনো বকেয়া ফি রয়েছে, তারা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে পারবে না।

কোনো শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে একসঙ্গে ভর্তি থাকলে (যেমন মাস্টার্স ও প্রিলিমিনারি টু মাস্টার্স), তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না। শিক্ষার্থীর নামে বা পিতামাতার নামে কোনো ভুল থাকলে রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর পর এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে তা সংশোধন করতে হবে।

বিস্তারিত তথ্য জানতেএখানে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে