ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পতন কাটিয়ে উত্থানে ফিরলেও লেনদেন নিম্নমুখী

২০২৫ মে ০৮ ১৫:৪৪:২৬
পতন কাটিয়ে উত্থানে ফিরলেও লেনদেন নিম্নমুখী

ডুয়া নিউজ : গত কর্মদিবসের ব্যাপক দরপতন কাটিয়ে আজ বৃহস্পতিবার (০৮ মে) সূচকের ইতিবাচক উত্থান ঘটেছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে দিনশেষে ডিএসইর সব সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯০২ দশমিক ২৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ১৪৯ দশমিক ৩০পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২৬ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে।

সূচকের উত্থানের দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে ৩৬৬ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার। অর্থাৎ ১৫০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার লেনদেন কমেছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭৭টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ ৬২ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৩ দশমিক ৮৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ২৭০ দশমিক ৫৩ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে