ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
ছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষককে গণধোলাই

ডুয়া ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একই বিদ্যালয়ের এক শিক্ষককে গণধোলাই দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে, উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে। অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজল ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের ভাই।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিক্ষক সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক ছাত্রীসহ কয়েকজনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সম্প্রতি এমন কিছু অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা।
সকালে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে রাধাগঞ্জ-কুশলা সড়কে অবস্থান নেয়। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সেখানে পৌঁছালে বিক্ষুব্ধ জনতার রোষে পড়ে গণধোলাইয়ের শিকার হন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে আশা লতা হাজরা, তিনা বাড়ৈ ও পিঙ্কি বিশ্বাস বলেন, "সাইফুদ্দিন কাজল বহু দিন ধরে আমাদের মধ্যে অনেককে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমরা একাধিকবার প্রধান শিক্ষককে জানালেও তিনি তার ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।"
ভুক্তভোগী ছাত্রীর মা অভিযোগ করে বলেন, "একজন শিক্ষক হয়ে কীভাবে মেয়ের বয়সী শিক্ষার্থীদের এমন প্রস্তাব দিতে পারেন? আমরা বারবার অভিযোগ করেও কোনো বিচার পাইনি।"
প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, "অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিতে চেয়েছিলাম, কিন্তু এডহক কমিটির সভাপতি এলাকায় না থাকায় তা সম্ভব হয়নি। তিনি ফিরলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার তদন্তে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন