ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শান্ত থাকার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

২০২৫ মে ০৫ ১৯:৩৪:২৫
শান্ত থাকার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডুয়া ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমাদের (পাকিস্তান) নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে (ভারত) মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব।

সোমবার (০৫ মে) ইসলামাবাদে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের অধীন সংস্থা ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের ‘রিজিওনাল ডায়লগ ২০২৫’ নামের একটি অনুষ্ঠানে কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের ‘পূর্বপরিকল্পিত হামলা’ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এ কথা বলেছেন তিনি।

ইসহাক দার বলেন, পাকিস্তান বিশ্বাস করে, পহেলগাম আক্রমণ ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে 'মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার' একটি প্রচেষ্টার অংশ। এটি 'স্ব-পরিকল্পিত' হতে পারে।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, যা ঘটেছে তা হলো ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘন থেকে মনোযোগ সরানোর জন্য এবং সংকীর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য — আমি পহেলগামের কথা বলছি। ভুলে যাবেন না যে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতে কিছু উপনির্বাচন আসছে।'

ভারতের পদক্ষেপগুলোকে 'একতরফা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক' বলে অভিহিত করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পরিণতি ভারতের সীমানা ছাড়িয়েও অনেক দূরে বিস্তৃত।

তিনি উল্লেখ করেন, 'একটি পরিচিত ধরণ অনুসরণ করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি পরিকল্পিত এবং পূর্বপরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মনে হচ্ছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা, উস্কানিমূলক বক্তব্য ব্যবহার করা, যুদ্ধের উস্কানি দেওয়া এবং আগ্রাসন ও একতরফা পদক্ষেপের অজুহাত হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে।'

ভারত সরকারের প্রতি ইঙ্গিত করে ইসহাক জোর দিয়ে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা 'সংকীর্ণ নির্বাচনী লাভের বেদীতে বলি দেওয়া যাবে না'। তিনি আরও বলেন, এটি একটি বিপজ্জনক রাজনৈতিক খেলা এবং জুয়া, যা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে