ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সুখবর পেলেন মিরাজ

২০২৫ মে ০৫ ১৮:১৪:১২
সুখবর পেলেন মিরাজ

ডুয়া ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় না পেলেও শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে হারায় চাপে পড়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে রক্ষা করেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বেই আসে স্বস্তির জয়।

ব্যাটে-বলে সামনে থেকে লড়ে দলকে টেনে তোলেন এই অলরাউন্ডার। আর সেই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে রয়েছেন আরও দুই পেসার—জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

সিলেট টেস্টে মিরাজ বল হাতে দেখান ঝলক। দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট তুলে নেন তিনি, আর এর মধ্য দিয়ে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে। যদিও তার এমন কীর্তির দিনে দল হারায় সেই অর্জনে ছায়া পড়ে।

তবে চট্টগ্রামে মিরাজ যেন নিজের পুরোটা উজাড় করে দেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন টানা ৫ উইকেট, যা ইনিংস ব্যবধানে জয় এনে দেয় বাংলাদেশকে। সেই জয়েই সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে