ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ মে ০৪ ২১:৪০:১১
ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগসহ ১৩ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রোববার (০৪ মে) রাতে শাহবাগ থানায় দায়ের করা এ মামলাটি রুজু হয়েছে বলে ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, ‘২০১৮ সালের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে মামলাটি ইতিমধ্যে রুজু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ভিসি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তখনই ঢাবির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান শাহবাগ থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাশেদ খাঁনকেও গ্রেপ্তার দেখায় পুলিশ। এখনকার মামলায় সেই বিষয়টি তুলে ধরেন রাশেদ।

রাশেদের করা মামলায় অজ্ঞানামা পাঁচশতসহ আরও আসামী করা হয়েছে, ঢাবির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ও পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম ও মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত