ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার নতুন কমিটি, আহবায়ক মোজাম্মেল-সাধারণ সম্পাদক আকাশ

ঢাবি প্রতিনিধি: মোজাম্মেল হককে আহবায়ক ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে৷
মোজাম্মেল ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও আকাশ আলী সদস্য ছিলেন৷ আজ রোববার সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদিক বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্যের নতুন এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে স্থান পাওয়া সবাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
নতুন কমিটিতে আহবায়ক ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য সদস্যরা হলেন- মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহতেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ, হৃদয় হাওলাদার।
এর আগে শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী।
কাউন্সিলে বক্তারা উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ ও শিক্ষা সংকোচনের ফলে সৃষ্ট নানাবিধ সংকট ও সমাধানের বিষয়ে আলোকপাত করেন এবং শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামকে অভিবাদন জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। এসব লড়াইয়ে সংগঠন হিসেবে আমরাও শিক্ষার্থীদের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছিলাম। বিভিন্ন বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকোর্স বাতিলের আন্দোলন, ধর্ষণ-নিপিড়ন বিরোধী আন্দোলন, গুজরাটের কসাই মোদির বাংলাদেশে আগমণের বিরুদ্ধে আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা আইন বিরোধী আন্দোলন, গণরুম-গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদ সহ বিভিন্ন বিষয়ে সংগঠন সোচ্চার ছিল। ২০২৪ সালের ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সংগঠন কর্মসূচিতে ভূমিকা রাখে। জাতীয় শিক্ষাক্রম বাতিল আন্দোলনে সংগঠনের ভূমিকা অনবদ্য। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয় এতেও সংগঠনের ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবাদ, আছিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আন্দোলন, আদিবাসী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদ, সীমান্ত হত্যা বন্ধের আন্দোলন গড়ে তুলতে সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে সংগঠন তার কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান