ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
চিকেন নেকের পাশেই বিমান ঘাঁটি, দিল্লির ঘুম হারাম!

ডুয়া ডেস্ক: ভারতের জন্য ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টিফাংশনাল বিমানঘাঁটির পরিকল্পনা। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই এলাকা ভারতের 'চিকেন নেক' বা 'সিলিগুড়ি করিডোর'-এর মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে, ফলে এই প্রকল্প দিল্লির ঘুম হারাম করে দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিমানঘাঁটি নির্মিত হলে এটি দক্ষিণ এশিয়ার একটি বড় কৌশলগত কেন্দ্র হয়ে উঠবে। সামরিক বিমান, বাণিজ্যিক ফ্লাইট, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এটি একটি মাল্টিফাংশনাল হাব হিসেবে কাজ করবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “বাংলাদেশ তার নিজস্ব স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের ভূখণ্ডে কী হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র আমাদেরই রয়েছে।”
প্রকল্পটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ দেখা দিয়েছে। কিছু সূত্র দাবি করছে, চীন যদি এই প্রকল্পে বিনিয়োগ করে, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিমানঘাঁটি প্রকল্পে চীন প্রায় ৫০ বিলিয়ন ডলার অবকাঠামো ও প্রযুক্তি সহায়তা দিতে পারে। তুরস্ক, কাতার এবং এমনকি যুক্তরাষ্ট্রও ড্রোন, রাডার ও লজিস্টিক সহায়তার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে।
সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন আসতে পারে। ভারত যদি এই প্রকল্পকে হুমকি হিসেবে বিবেচনা করে, তবে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের বক্তব্য, প্রকল্পটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ