ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
বিশ্বসেরা ২০০’র বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম বুয়েট

ডুয়া ডেস্ক: প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বখ্যাত হার্ভার্ড, এমআইটি সহ ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৪৪০টি প্রতিযোগী দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতার ‘ডিজিটাল হেলথ ট্র্যাক’ বিভাগে শীর্ষস্থান অর্জন করে বুয়েটের উদ্ভাবক দল ‘নিওস্ক্রিনিক্স’। বিজয়ী হিসেবে তারা পেয়েছে ৫ হাজার ডলার পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।
গত ১২ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, যেখানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বুয়েটের এই পাঁচ সদস্যের দলটিতে রয়েছেন: ফাহমিদা সুলতানা, এইচ এম শাদমান, সাদাতুল ইসলাম, মো. হাসনাইন আদিল ও পৃথু আনান। তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে একজন নারী ঘরে বসেই স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে পারবেন।
দলের সদস্যদের মধ্যে দায়িত্ব বিভাজন ছিল অত্যন্ত সুসংগঠিত। হাসনাইন অ্যাপটির ইউজার ইন্টারফেস বা ফ্রন্টএন্ড ডিজাইন করেছেন, সাদাতুল ইসলাম কাজ করেছেন ব্যাকএন্ড প্রোগ্রামিংয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের কাজ করেছেন শাদমান আর স্ক্রিনিং যন্ত্র তৈরির দায়িত্ব পালন করেছেন পৃথু। পুরো প্রকল্পের পরিকল্পনা ও উপস্থাপনায় নেতৃত্ব দিয়েছেন ফাহমিদা।
তাঁদের পেছনে থেকে গবেষণা ও উদ্ভাবনের দিকনির্দেশনা দিয়েছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রহমান। এছাড়াও তথ্য সংগ্রহে সহায়তা করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জারিন তাসনিম ও রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রিবাতুল ইসলাম।
ফাহমিদা জানান, “বুয়েটের বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের সিনিয়রদের কাছ থেকে এই প্রতিযোগিতার বিষয়ে জানতে পারি। যেহেতু বিষয়টি গণস্বাস্থ্য নিয়ে, তাই আমরা আগ্রহী হই। তবে প্রথম স্থান অর্জন করব, সেটা ভাবিনি।”
সাদাতুল ইসলাম বলেন, “দেশীয় একটি প্রতিযোগিতায় আগেও এই প্রযুক্তির প্রস্তাবনা দিয়েছিলাম। যদিও সাড়া পাইনি, তবে ভালো ফিডব্যাক পেয়েছিলাম, যা ভবিষ্যতের জন্য কাজে লেগেছে।”
হাসনাইন বলেন, “আমরা কেউই প্রথম হওয়ার আশা করিনি। বিজয়ীদের নাম ঘোষণার সময় আমি গেম খেলছিলাম, সাদাতুল ঘুমিয়ে পড়েছিল। কেবল শাদমান উপস্থিত ছিল।”
পৃথু বলেন, “সত্যিই ভাবিনি আমরা প্রথম হব। ওয়েবিনার চলাকালীন আমরা বেশিরভাগই সেশন ছেড়ে বের হয়ে গিয়েছিলাম।”
বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় নারীর স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে নিওস্ক্রিনিক্স দলটি। তাদের লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রযুক্তিটিকে সহজলভ্য করে তোলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি