ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মৌসুমীর ভক্তদের জন্য দুঃসংবাদ

২০২৫ মে ০৩ ১৯:২২:২১
মৌসুমীর ভক্তদের জন্য দুঃসংবাদ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী একসময় ছিলেন নিয়মিত মুখ। সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দর্শকের ভালোবাসায় তিনি পেয়েছেন ‘প্রিয়দর্শিনী’ খেতাব। তবে দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ে অনিয়মিত, আর এবার জানা গেল—হয়তো আর ফিরছেনই না পর্দায়।

এই খবরটি জানিয়েছেন তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে মৌসুমী আমাদের মেয়েকে নিয়ে নিউ জার্সিতে রয়েছেন তার মায়ের সঙ্গে। সেখানেই পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। আপাতত তার দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।”

সানী আরও বলেন, “মেয়ের পড়াশোনা, শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই এখন মৌসুমীর প্রধান অগ্রাধিকার। অভিনয়ে ফিরবেন কি না—তা নিয়েও ওর মনে এখন আর কোনো আগ্রহ নেই।”

আক্ষেপের সুরে ওমর সানী বলেন, “ও একদিন আমাকে বলেছে, ‘আমি ভুলে যেতে চাই যে, কোনোদিন মৌসুমী ছিলাম।’ একজন লিজেন্ডকে নিয়ে আমাদের মিডিয়ায় কেউ ভালো কোনো পরিকল্পনা করে না। নতুন অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবছে—এটাই বাস্তবতা।”

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন তার মেয়ে ও মা। গুঞ্জন আছে, স্থায়ীভাবে সেখানেই থিতু হওয়ার পরিকল্পনা করছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। তাদের এক ছেলে ফারদিন এহসান স্বাধীন ও এক মেয়ে ফাইজা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে