ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইপিএস কমেছে ৭ কোম্পানির

২০২৫ মে ০৩ ১৮:৩১:৩১
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইপিএস কমেছে ৭ কোম্পানির

ডুয়া নিউজ : শেয়রবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৯টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ৭টি কোম্পানির। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো, এনার্জিপ্যাক পাওয়ার, এমজেএল বাংলাদেশ, পাওয়ারগ্রিড কোম্পানি, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং তিতাস গ্যাস কোম্পানি।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৮২ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৫ পয়সা।

এদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।

এমজেএল বাংলাদেশ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ৫৫ পয়সা।

পাওয়ারগ্রিড কোম্পানি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।

শাহজীবাজার পাওয়ার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৭ পয়সা।

সামিট পাওয়ার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস আয় হয়েছে ১ টাকা ৪৬। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৪০ পয়সা ।

তিতাস গ্যাস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে