ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে কফিন মিছিল শিক্ষার্থীদের
ডুয়া ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনের বিরুদ্ধে চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রক্টর অফিসের সামনে রেখে যান প্রতীকী কফিন এবং তাতে টাঙানো হয় ‘মৃত প্রক্টর’ লেখা প্ল্যাকার্ড।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এসব ঘটনার প্রতিবাদেই তাঁরা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা প্রশাসনের দায়িত্ব অথচ তারা আমাদের সঙ্গে আলোচনা না করে মামলা করেছে। আমরা মনে করি, ববিতে এখন কোনো কার্যকর প্রশাসন নেই, তাই তাদের মৃত ঘোষণা করে এই কর্মসূচি পালন করছি।”
একই বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “আমরা আমাদের চার দফা দাবি নিয়ে বহুদিন ধরে আন্দোলন করছি কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। উপাচার্য বরং রাজনৈতিক পুনর্বাসন করছেন। তাই প্রতীকী জানাজার মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়াহীনতা ও ব্যর্থতা তুলে ধরেছি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ঢালি জানান, প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদেই তাঁরা প্রতীকী কফিন মিছিল করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা ও জিডি প্রত্যাহার
২. ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল
৩. রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণ
৪. প্রশাসনে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস