ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
যুদ্ধ পরিস্থিতিতে ভারত-পাকিস্তান, আমাদের প্রস্তুত থাকতে হবে: ড.ইউনূস

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের সম্ভাবনাকে অগ্রাহ্য করা আত্মঘাতী। তিনি মনে করেন, প্রতিকূল পরিস্থিতিতে দেশকে রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি থাকা আবশ্যক।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বিমানবাহিনীর বার্ষিক মহড়ায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও সক্ষম বিমানবাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যুদ্ধবিরোধী মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন, “আমি চাই না পৃথিবীতে যুদ্ধ হোক। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় সংঘাত ডেকে আনে—তাতে আমার আপত্তি রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের হুমকি ঘনঘন সামনে চলে আসে। তাই প্রস্তুতি ছাড়া থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আজ সকালে খবরে দেখলাম ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার গুজব ছড়িয়েছে। সত্য মিথ্যা জানি না তবে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রস্তুতি না রাখা আত্মঘাতী হতে পারে।”
প্রধান উপদেষ্টা বলেন, “যুদ্ধের ক্ষেত্রে অর্ধ-প্রস্তুতির কোনো স্থান নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যেখানে জয় ছাড়া বিকল্প কিছু কল্পনা করা যায় না। তাই আমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা থাকতে হবে।”
বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমাদের অর্থনীতি এমনিতেই দুর্বল। আগের সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই যুদ্ধের ব্যয়ভার বহন করতে হলে আমাদেরকে একটি সুসংগঠিত কৌশল গ্রহণ করতে হবে। শান্তির বার্তা সর্বদা বহন করলেও প্রস্তুতি অব্যাহত রাখতে হবে।”
বিমানবাহিনীর মহড়া দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সাধারণত এসব দৃশ্য সিনেমায় দেখা যায়। বাস্তবে দেখা দুর্লভ। আজকের মহড়ায় অংশ নিয়ে বাস্তবেই তা দেখার সুযোগ হলো।”
সামগ্রিক মূল্যায়নে তিনি বলেন, “এই ধরনের প্রস্তুতি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। শুধু যুদ্ধ নয়, যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমাদের তরুণদের দক্ষতা দেখে গর্ববোধ করি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার