ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
ভিসা প্রক্রিয়া সহজীকরণে বাংলাদেশ-আজারবাইজান আলোচনা

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে দুই দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেছে উভয়পক্ষ। একই সঙ্গে দুই দেশে পারস্পরিক কূটনৈতিক মিশন চালুর বিষয়ে দ্রুত আলোচনা প্রয়োজন বলে মত দিয়েছেন ঢাকায় সফররত আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আজারবাইজানের ডেপুটি ফরেন মিনিস্টার।
কানেক্টিভিটি তথা ভিসা ও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু নিয়ে এক প্রশ্নের জবাবে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আমাদের আলোচনার বিষয় ছিল। আমরা কিছু ইস্যু নোট করেছি, এরমধ্যে ভিসা সহজীকরণের বিষয়টি ছিল।”
ঢাকায় বাকুর মিশন চালু নিয়ে এলনুর মামাদভ বলেন, “আজারবাইজানে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি নেই। আঙ্কারা মিশন থেকে আজারবাইজান দেখা হয়। ঠিক একই অবস্থা আজারবাইজানের ক্ষেত্রেও, বাংলাদেশে আজারবাইজানের কোনো মিশন নেই। মিশন করার বিষয়ে দ্রুত আলোচনা হতে পারে। উভয় প্রান্তে সুযোগ অন্বেষণে কূটনৈতিক উপস্থিতির প্রয়োজন। যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমি মনে করি এটা আলোচনার বিষয়।”
কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় মধ্য এশিয়াকে প্রভাবিত করবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি এখানে বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে এসেছি। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
তিনি আরও বলেন, “আমার এই সফরের উদ্দেশে হচ্ছে, একটা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার উপাদান অন্বেষণ করা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান সফর করেছিলেন। তখন দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। দুই নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়ে সম্মত হয়েছিল। তারই প্রেক্ষিতে আমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে, বাংলাদেশে বিনিয়োগ সুযোগ দেখতে।”
এলনুর মামাদভ বলেন, “আমাদের বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি। আমাদের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারকের প্রস্তাব আছে।”
২৭ এপ্রিল রাতের দিকে একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। পরদিন সোমবার (২৮ এপ্রিল) তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং আজারবাইজানের পক্ষে নেতৃত্ব দেন এলনুর মামাদভ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার