ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সারজিস আলম
ডুয়া নিউজ: ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আহ্বান জানিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ের সরকারি অফিসগুলোতে যে সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন, তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে: ১০ টাকা, ১০০ টাকা বা ১০০০ টাকা দিয়ে মানুষকে জিম্মি করার সমর্থন করা হবে না।
তিনি আরও বলেন, “বিভিন্ন সরকারি অফিসে এমন পরিবেশ তৈরি হয়েছে, সেখানে টাকা ছাড়া কিছুই হয় না। যদি কোনো যৌক্তিক কাজের জন্য অফিসে গিয়ে টাকা ছাড়া কার্য সম্পন্ন না হয়, তাহলে অভিযোগ আমাদের কাছে জানাবেন। আমরা দেখব, কীভাবে ওই কর্মকর্তাদের সেখানে বসে থাকার অধিকার থাকে।”
তিনি যোগ করেন, “যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে দুর্নীতিবাজরা ভয়ে তাদের চেয়ার ছেড়ে পালিয়ে যাবে, ঠিক যেমন তাদের নেতা (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালিয়েছে।”
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমরা বাংলাদেশের ছাত্র-জনতা, বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা সিস্টেমের প্রতিটি দিক পর্যালোচনা করব। যেখানেই অন্যায়, সিন্ডিকেট ও চাঁদাবাজি দেখা যাবে, তা বন্ধ করার চেষ্টা করব।”
তিনি কোর্টে নিয়োগ পরীক্ষার আগে অর্থ আদায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের অন্যায় চলতে থাকলে আমরা বাধা দেওয়ার জন্য প্রয়োজন হলে আরও রক্ত দিতে প্রস্তুত।
এছাড়া তিনি বলেন, “আমাদের ব্যক্তিগতভাবে উন্নত হতে হবে। যদি ২০০, ৫০০ বা ৫ হাজার টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দেই, তবে তারা আগামী ৫ বছর আমাদেরকে দুর্ভোগে ফেলবে। আমাদের দায়িত্ব হলো কে ক্ষমতার চেয়ারে বসবে তা ঠিক করা।”
সারজিস আলম স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি পঞ্চগড়ের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান এবং উত্তরাঞ্চলের বৈষম্যের অবসান নিয়ে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা, এবং তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো