ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ
.jpg)
ডুয়া ডেস্ক: জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফলাফল প্রকাশিত হবে।
এ তথ্য জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।
তিনি জানান, ফলাফল প্রকাশ নিয়ে ইতোমধ্যে টেকনিক্যাল কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ফলাফল প্রকাশের ব্যাপারে ইতিবাচক মতামত পাওয়া গেছে। সোমবার বিকেল ৪টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় ফলাফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, উপাচার্যদের সভা শেষে সন্ধ্যার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এটি হলো গত শুক্রবার অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল, যেখানে সারা দেশের ২০টি কেন্দ্রে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল ৫ মার্চ থেকে এবং শেষ হয় ১৭ মার্চ রাত ১২টায়। নির্ধারিত সময়ের মধ্যে মোট দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৭২ হাজার ৪৫ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে: ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা