ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার আহ্বান সৌরভের

ডুয়া ডেস্ক: কাশ্মির ইস্যু নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস বহু পুরোনো। এর প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এখন আর আগের মতো নিয়মিত দেখা মেলে না ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের। তাদের মুখোমুখি লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হয় আইসিসি বা এসিসির কোনো বড় টুর্নামেন্টের জন্য। সম্প্রতি জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েন আরও নতুন মাত্রা পেয়েছে।
গত ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় কয়েকজন বন্দুকধারীর ভয়াবহ হমলা চালায়। এতে হিন্দু-মুসলমানসহ ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত বলে দৃঢ় দাবি জানিয়ে আসছে ভারত। এরপরই তারা দেশটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ছিন্নের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। এই ইস্যুতে চুপ নেই ক্রিকেটাররাও। বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলিও তীব্র ক্ষোভ জানিয়েছেন।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া মন্তব্যে সাবেক এই অধিনায়ক বলেন, “পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিৎ। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে, এটি কোনো কৌতুক নয়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।”
তবে সৌরভ গাঙ্গুলি সরাসরি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে দুই দেশের মধ্যে ‘সম্পূর্ণ’ সম্পর্কচ্ছেদের বিষয়টি এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পথেও এগোতে পারে ভারত। সাধারণত বিশ্বজুড়ে দর্শক আগ্রহের কথা মাথায় রেখে আইসিসি ও এসিসি টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে। তবে পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বমঞ্চেও ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ‘বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে চিঠি দেওয়া হতে পারে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) চিঠি দিতে পারে বোর্ড। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে না রাখা হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে তারা। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। তার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটেও।’
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির ওপরই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভালো করেই জানে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা