ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
৬৪ জেলার শিক্ষার্থীদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা করা হবে ৮টি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৮টি আঞ্চলিক কেন্দ্র।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
আরও বলা হয়, এই স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং পিএসসিসহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
এ প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে পরীক্ষা চলাকালীন কলেজগুলোতে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকা এবং শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটার মতো সমস্যা দূর হবে এবং সেশনজট কমে আসবে। স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাবে।
এছাড়াও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা, টেকনাফ, রাঙ্গামাটি, হবিগঞ্জ, তেঁতুলিয়া, শ্যামনগর, শিবগঞ্জ ও হাতিয়ায় লার্নিং সেন্টার স্থাপন করা হবে।
অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গায় একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, পটুয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা