ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে বুধবার (২৩ এপ্রিল) সকালে ক্যাম্পাসে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। সকাল পৌনে ১০টার দিকে তিনি কুয়েট ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এরই মধ্যে কুয়েট পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি আজ দুপুরে কুয়েটে আসছে। কমিটির সদস্যরা হলেন: ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। তথ্যটি নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।
এর আগের দিন (২২ এপ্রিল) উপদেষ্টা আবরার মোবাইল ফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং গরম আবহাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান।
শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে সরকারের সচেতনতা তুলে ধরে তিনি বলেন, উচ্চপর্যায়ের প্রতিনিধি দল খুব শিগগির কুয়েটে এসে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদল ও শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে।
তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে ফিরে আসেন। পরদিন ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি ২ মে হল এবং ৪ মে একাডেমিক কার্যক্রম চালু করার ঘোষণা দেওয়া হয়, যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে।
এই প্রেক্ষাপটে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এবং ১৫ এপ্রিল হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একই সঙ্গে উপাচার্যের অপসারণের দাবিতে একদফা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস