ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক, কুয়েট ভিসিকে আল্টিমেটাম
.jpg)
ডুয়া ডেস্ক: কুয়েতের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা কুয়েটের উপাচার্য (ভিসি)মুহাম্মদ মাছুদকে আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে 'কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড' কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রতীকী অনশনেরও ডাক দিয়েছেন, যা আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার কথা। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা এসেছে।
এর আগে সোমবার (২১ এপ্রিল) টিএসসি-তে আয়োজিত কর্মসূচি থেকে ভিসির পদত্যাগের জন্য মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সময়সীমা শেষ হলেও উপাচার্য পদত্যাগ না করায় শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে মিছিলসহ শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া এই অবরোধে ধীরে ধীরে কয়েক শতাধিক শিক্ষার্থী যোগ দিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীরা কুয়েট ভিসির পদত্যাগ দাবি করে স্লোগান দেন এবং রাত ১২টার দিকে কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।
এদিকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদল ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বহু মানুষ আহত হন। ২৫ ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
১৩ এপ্রিল শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরদিন রাতে সহিংসতার জেরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। পাশাপাশি ঘোষণা আসে, ২ মে খুলবে আবাসিক হল এবং ৪ মে থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। তবে শিক্ষার্থীরা এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ও হলের তালা ভেঙে প্রবেশ করেন।
১৫ এপ্রিল থেকে শুরু হয় এক দফা দাবিতে জোরালো আন্দোলন, যার কেন্দ্রে রয়েছে উপাচার্যের অপসারণ। সোমবার (২১ এপ্রিল) থেকে কুয়েটের ৩২ শিক্ষার্থী অনশনে বসেছেন।
এই আন্দোলনের জেরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান