ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
যৌতুক চেয়ে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতন ও অপহরণ, সিরাজগঞ্জ থানায় অভিযোগ
ডুয়া ডেস্ক : স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও অপহরণের অভিযোগে সিরাজগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন মোছাঃ শিল্পা খাতুন (৩১) নামের এক নারী। মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি থানায় হাজির হয়ে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিল্পা খাতুনের সঙ্গে আনুমানিক ১৬ বছর আগে ১ নম্বর আসামি মোঃ সোহেলের সঙ্গে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দুই সন্তান রয়েছে—সানজিদা খাতুন (১৪) ও হোসাইন (৯)।
শিল্পি অভিযোগ করেন, কিছুদিন ধরে তার স্বামী মোঃ সোহেল ও অন্যান্য আসামিরা পারস্পরিক যোগসাজশে বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকে। তিনি এতে অসম্মতি জানালে গত ১২ এপ্রিল সকালে তাকে শয়নঘরে ঘিরে ধরে মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, সোহেল বাঁশের লাঠি দিয়ে এবং অন্যান্য আসামিরা হাত দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করেন।
এতে তার দুই পা, পিঠ, মাজা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও যন্ত্রনাদায়ক আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল সন্ধ্যায় তাকে শয়নঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জ পৌর এলাকার গোমালা রেলগেটস্থ ৭ নম্বর আসামির বাসায়। সেখানে তাকে আটক করে রাখা হয়।
পরিস্থিতির অবনতি হলে ২২ এপ্রিল দুপুরে ভুক্তভোগীর তিন আত্মীয়—ইমরুল, চামেলী বেগম ও আম্বিয়া বেগম পুলিশ সহায়তায় তাকে উদ্ধার করেন।
শিল্পা খাতুন বলেন, “আমি জীবননাশের আশঙ্কায় ছিলাম। আসামিরা আমাকে মানসিক ও শারীরিকভাবে চরমভাবে নির্যাতন করেছে। তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
তিনি সিরাজগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিরাজগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে