ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা, জানালেন মেসি
.jpg)
ডুয়া ডেস্ক: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক শিরোপা জয়ের পর থেকেই ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন— লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? বেশ কয়েকবার আশাবাদী ইঙ্গিত দিলেও এবার আরও বাস্তবভিত্তিক বক্তব্য দিয়েছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। ‘সিম্পিলিমেন্টে ফুটবল’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, তিনি বিশ্বকাপে খেলতে চান ঠিকই তবে সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থা এবং মানসিক প্রস্তুতির ওপর।
মেসি বলেন, ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বছরটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় দলের সঙ্গে থাকতে চান। তবে প্রতিদিন নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি মনে হয় তিনি যথেষ্ট প্রস্তুত এবং দলের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করবেন না তাহলেই তিনি বিশ্বকাপে অংশ নেবেন।
আগামী জুনে মেসির বয়স হবে ৩৮ বছর। আর ২০২৬ বিশ্বকাপ চলাকালীন তিনি ৩৯ বছরে পা দেবেন। সে বয়সে একটি বিশ্বকাপ খেলাটা সহজ নয়—মেসিও সেটা ভালোভাবে জানেন। তাই ধীরে ধীরে সময় নিয়ে এগোচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে ফিরে তাকিয়েছেন ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতির দিকেও। মেসি বলেন, সেই বিশ্বকাপ তার জন্য মানসিক যন্ত্রণার ছিল। সঙ্গে তুলনা করেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের ২০২২ সালের অভিজ্ঞতার সঙ্গে। তিনি বলেন, এমবাপ্পে ফাইনালে চার গোল করেও শিরোপা জিততে পারেনি। যদিও সে ২০১৮ বিশ্বকাপ জিতেছে তাই কিছুটা স্বস্তি তার রয়েছে। মেসির মতে, ২০১৪ সালের সেই হারে তারও মনে হয়েছে হয়তো আরও একটি শিরোপা প্রাপ্য ছিল।
তবে সবকিছু ছাপিয়ে কাতারে বিশ্বকাপ জয় তাকে পূর্ণতা দিয়েছে বলেই মনে করেন তিনি। বলেন, ফুটবলে যা কিছু সম্ভব সবই তিনি অর্জন করেছেন। শুধু বিশ্বকাপটাই ছিল না, সেটাও পেয়েছেন। এজন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ঈশ্বর তাকে সবকিছুই দিয়েছেন।
সব মিলিয়ে মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। তবে ইচ্ছা রয়েছে এবং শরীর-মন যদি সহায়তা করে তাহলে হয়তো আরেকবার দেখা যেতে পারে বিশ্বমঞ্চে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা