ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
কুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তাদের পাল্টা বিক্ষোভ
.jpg)
ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। এ বিষয়ে উপাচার্যের পদত্যাগের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
আজ বুধবার (১৬ এপ্রিল) কুয়েট ক্যাম্পাসে তারা এ মানববন্ধন করেন।
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিরোধিতা করে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে গিয়ে দুর্বার বাংলার সামনে মানববন্ধন ও সমাবেশে পরিণত হয়। এ সময় শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে হয়রানি করছে দাবি করে প্রতিবাদ জানান শিক্ষক-কমকর্তারা।
অন্যদিকে, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শিক্ষার্থীরা হলগুলোতে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, কুয়েট প্রশাসন ইচ্ছাকৃতভাবে হলের ইন্টারনেট ও খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া হলগুলোতে প্রয়োজনীয় পরিমাণে ব্যবহারের পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেও জানান তারা।
এর আগে, উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বুধবার দুপুর ১২টায় ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আবাসিক হলসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলে শিক্ষার্থীরা—‘দফা এক, দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’; ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত, মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা কুয়েটের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের দেয়ালে উপাচার্যের পদত্যাগ দাবি সংবলিত পোস্টার সাঁটান তারা।
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা