ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের বৈদেশিক কূটনীতিতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ একটি নথির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের একাধিক কূটনৈতিক মিশন। এর মধ্যে মাল্টা, লুক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানের দূতাবাস ছাড়াও ফ্রান্সে পাঁচটি, জার্মানিতে দুটি, বসনিয়া ও হার্জেগোভিনায় দুটি এবং যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকায় একটি করে কনস্যুলেট রয়েছে।
নথিতে সোমালিয়া ও ইরাকেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি কমানোর এবং কিছু দূতাবাসের কার্যক্রম সীমিত করার সুপারিশ করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে রয়েছে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ নামে একটি উদ্যোগ, যা ইলন মাস্কের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্য হলো সরকারি ব্যয় হ্রাস করা।
তবে প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর স্বাক্ষর রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস সিএনএনকে জানান, বাজেট পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি কংগ্রেসে পাঠানোর আগ পর্যন্ত নানা পরিবর্তন হতে পারে। তিনি হোয়াইট হাউজ ও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
নথিতে আরও বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া মিশনগুলোর অনেক কাজ ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশের দূতাবাস বা কনস্যুলেট থেকে পরিচালিত হতে পারে। এই মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছে—কনস্যুলার সেবার চাপ, খরচ, ভবনের অবস্থা এবং নিরাপত্তার মান।
উল্লেখ্য, এসব দূতাবাস ও কনস্যুলেট শুধু ভিসা ও নাগরিক সেবা নয় বরং গুরুত্বপূর্ণ কূটনৈতিক কাজের মাধ্যম হিসেবেও যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় ভূমিকা রাখে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কৌশলগত ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা