ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ : যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক: বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে তা নির্ভর করবে দেশটির জনগণের ওপর—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি এবং এই পরিস্থিতি মোকাবিলায় জনগণের পদক্ষেপই হবে নির্ধারক।
গতকাল মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ের সময় যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও উঠে আসে। এই প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন, এটি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিষয়।
সাংবাদিকদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ের বাংলাদেশে প্রতিবাদ, সহিংসতা এবং কিছুকিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরা হয়। এক প্রতিবেদকের প্রশ্নে দাবি করা হয়, “বাংলাদেশে উগ্র ইসলামপন্থার উত্থান হচ্ছে এবং কিছু প্রতিবাদে প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি ও নাৎসি প্রতীক প্রদর্শিত হচ্ছে। কেএফসি ও কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্য করে ইহুদিবিরোধী প্রচার চালানো হচ্ছে।”
জবাবে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “আপনার উদ্বেগের বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। বাংলাদেশ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সেখানে চলমান পরিস্থিতি সম্পর্কে আমরা সচেতন। এসব বিষয়ে আমরা নিয়মিত আলোচনা করছি।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয়ই দেশটির কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর নির্ভর করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও আলোচনার ক্ষেত্রেও আমাদের আগ্রহ রয়েছে।”
সবশেষে তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ এখানকার জনগণই নির্ধারণ করবেন। তারা কীভাবে এই সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, সুশাসন ও সঠিক সিদ্ধান্ত নেওয়াই ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা