ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
মাইলস্টোনে উত্তেজনা: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
.jpg)
রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই উত্তাল হয়ে উঠেছে। দাবিদাওয়া মেনে নেওয়ার ঘোষণার পরেও পরিস্থিতি শান্ত না হয়ে বরং সংঘাতের দিকে মোড় নেয়।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শুরু হয় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সকালে ছয় দফা দাবিতে আন্দোলনে নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কলেজ সংলগ্ন গোলচত্বরে জড়ো হয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস ও ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তারা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
দুপুর ১টা ১০ মিনিটে অতিরিক্ত পুলিশ সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তবে শিক্ষার্থীদের মাঝে এতে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই সময় সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি তোলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস থেকে প্রত্যাহার করতে হবে।
এর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়ে প্রশাসনিক ভবনের ভেতরে ঠেলে দেন। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশও ধাওয়া শুরু করে। শিক্ষার্থীরা মূল ফটকের নিয়ন্ত্রণ নিয়ে কলেজ ভবনে প্রবেশের চেষ্টা করে।
এক পর্যায়ে জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের মাইকে ঘোষণা দেওয়া হয় বহিরাগত ও সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কায় শিক্ষার্থীদের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষকরা ঘটনাস্থলে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার আহ্বান জানাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি উত্তপ্ত থাকলেও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েননি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার