ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আউটসোর্সিং সেবাগ্রহণে নতুন নীতিমালা জারি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ এপ্রিল ১৫ ১৫:৪২:৩৪
আউটসোর্সিং সেবাগ্রহণে নতুন নীতিমালা জারি

ডুয়া ডেস্ক: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণে নতুন নীতিমালা জারি করেছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সেবাগ্রহণ নীতিমালা ২০২৫” শীর্ষক নতুন নীতিমালা জারি করা হয়েছে। এতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সেবাকর্মীদের জন্য একাধিক নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে এই নীতিমালা ঘোষণা করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, পাঁচটি সাধারণ ক্যাটাগরি এবং তিনটি বিশেষ ক্যাটাগরির সেবার ক্ষেত্রে প্রতি মাসের সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সেবাকর্মীদের উৎসাহিত করতে বৈশাখী প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। এর আওতায় এক মাসের সমপরিমাণ সেবামূল্যের ৫০ শতাংশ হারে দুটি ও ২০ শতাংশ হারে একটি প্রণোদনা প্রদান করা হবে।

এছাড়াও সেবাকর্মীরা পাবেন:

১. বার্ষিক ১৫ দিনের ছুটি

২. প্রাথমিক ও মৌলিক প্রশিক্ষণের সুযোগ

৩. প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম

৪. নারী কর্মীদের জন্য ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি

৫. জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে সর্বজনীন পেনশন সুবিধায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ

৬. সেবামূল্য ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদান করা হবে এবং তা কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পরিশোধ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের নির্ধারিত সেবাঘণ্টাই সেবাসময় হিসেবে গণ্য হবে। তবে অতিরিক্ত সেবা প্রয়োজন হলে, অর্থ বিভাগের সম্মতিতে চুক্তি অনুযায়ী অতিরিক্ত সেবামূল্য প্রদান করা যাবে।

অর্থ মন্ত্রণালয় জানায়, নতুন এই নীতিমালা আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত সেবাকর্মীদের উৎসাহ, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত