ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
চাকরিপ্রার্থীদের সাবধান করতে লিফলেট বিতরণ করলো পুলিশ
ডুয়া ডেস্ক: পুলিশ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে বরগুনা জেলা পুলিশ নিয়েছে কঠোর পদক্ষেপ। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেসব প্রতারকচক্র প্রার্থীদের ফাঁদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে তারা।
এই লক্ষ্যে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়েছে মাইকিংয়ের মাধ্যমে এবং বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট। প্রার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সতর্ক থাকার বার্তা দিয়েছে পুলিশ।
জানা গেছে, আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বছরই পুলিশের চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায় না—এমন একটি ধারণাকে পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। তারা চাকরি দেওয়ার শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
সম্প্রতি এমনই একটি প্রতারণার ঘটনায় দু’জন প্রতারক—সৈয়দ আহমেদ প্রিন্স (৪০) ও মো. মনির হোসেন খান (৪০)—কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, গত বছর বরগুনার বেতাগী উপজেলার এক কলেজ শিক্ষার্থী ইব্রাহিমের কাছ থেকে তারা তিন লাখ টাকা নিয়েছিল চাকরির আশ্বাস দিয়ে।
এ বছর যেন কেউ এমন প্রতারণার শিকার না হন সে কারণে বরগুনা জেলা পুলিশ আরও সচেতন ভূমিকা নিচ্ছে। শহরের বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, “আমরা সবাইকে বারবার বলছি—এ নিয়োগ পরীক্ষা হবে শতভাগ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। কেউ যদি টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখায় বুঝে নিতে হবে সে একজন প্রতারক।”
তিনি আরও জানান, পুলিশের কোনো সদস্য যদি এ ধরনের দুর্নীতিতে জড়িত থাকে তাহলেও তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
“আমরা চাই যোগ্য প্রার্থীরাই যেন চাকরি পান এবং কেউ যেন প্রতারিত না হন” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)