ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
নববর্ষে জমকালো শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ডুয়া ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ১০ মিনিটে শুরু হলেও ভোর থেকেই জমে ওঠে পুরো প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, চারুকলার চত্বরজুড়ে মানুষের পদচারণা ও বর্ণিল সাজসজ্জায় তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ঢাকার রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা পরিণত হয় মানুষের মিলনমেলায়।

শোভাযাত্রায় অংশ নেন চারুকলার শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং নানা বয়সী মানুষ। তাদের হাতে ছিল রঙিন মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ বিশাল আকৃতির শিল্পকর্ম—যার মাধ্যমে ফুটে ওঠে গ্রামীণ জীবনের রূপ ও প্রকৃতিনির্ভর সংগ্রামের চিত্র।
শুধু রাজধানী থেকেই নয়, দেশের বিভিন্ন স্থান থেকেও মানুষ ছুটে আসেন এই আয়োজনে অংশ নিতে। উজ্জ্বল হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজে, নারীরা ফুলের মালা ও রঙিন চুড়িতে সজ্জিত হয়ে আর শিশুরা ছোট মুখোশ পরে পতাকা হাতে যোগ দেয় আনন্দ মিছিলে।

এক দর্শনার্থী বলেন, “এই শোভাযাত্রার জন্য আমরা বছরজুড়ে অপেক্ষা করি। এটি আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং জাতিগত ঐক্যের বহিঃপ্রকাশ। এই মিলনমেলার অনুভূতি একেবারেই আলাদা।”
শোভাযাত্রা কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর।

র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, নববর্ষ ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে বৈশাখী উৎসবকে কেন্দ্র করে কোনো অপপ্রচার ঠেকাতে সাইবার নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
রমনা বটমূলে রোববার (১৪ এপ্রিল) সকালে নববর্ষ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি