ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

পিএসএলে মুলতান সুলতানসের ছক্কা-উইকেট ফিলিস্তিনের আশার আলো

২০২৫ এপ্রিল ১৩ ১৪:০৬:১৮

পিএসএলে মুলতান সুলতানসের ছক্কা-উইকেট ফিলিস্তিনের আশার আলো

ডুয়া নিউজ : ব্যাটসম্যানের ছক্কা আর বোলারের উইকেটে ফিলিস্তিনের হাসি ফোটাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। এবারের পিএসএলে মুলতানের খেলোয়াড়রা যতগুলো ছক্কা হাঁকাবেন এবং যত উইকেট নেবেন, প্রতিটির জন্য এক লাখ পাকিস্তানি রুপি করে দান করা হবে ফিলিস্তিনের তহবিলে।

শনিবার নিজেদের প্রথম ম্যাচেই মুলতান সুলতানস ১৫ লাখ রুপি সংগ্রহ করেছে। টুর্নামেন্টে দলটি আরও অন্তত নয়টি ম্যাচ খেলবে।

মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, "এই পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কার জন্য ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি দেওয়া হবে। আমাদের বোলাররাও এই উদ্যোগে যোগ দিতে চেয়েছেন, তাই তাদের প্রতিটি উইকেটের জন্যও সমপরিমাণ অর্থ দান করা হবে। এই অর্থ বিশেষভাবে শিশুদের জন্য ব্যয় করা হবে।"

করাচি কিংসের বিপক্ষে ম্যাচের টসের সময় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও এই অনুদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি ছক্কার পাশাপাশি চারের কথাও উল্লেখ করে বলেন, "আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেট থেকে অর্জিত অর্থ ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।"

উল্লেখ্য, দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী আবারও গাজায় হামলা জোরদার করেছে এবং বিস্তীর্ণ এলাকা দখল করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানায়, ১৮ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে।

মুলতান সুলতানস ছক্কা ও উইকেটে অনুদান ঘোষণার পর তাদের প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে তারা ৩ উইকেটে ২৩৪ রান তোলে, যেখানে ৮টি ছক্কা ও ২৩টি চার ছিল। দলের অধিনায়ক রিজওয়ান একাই ৫টি ছক্কা ও ৯টি চার মারেন এবং ১০৫ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তবে, এত ভালো ব্যাটিংয়ের পরও মুলতান ম্যাচটি ৬ উইকেটে হেরে যায়।

ম্যাচ শেষে মুলতান সুলতানসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপি অনুদান হিসেবে জমা হয়েছে। মুলতানের পরবর্তী খেলা আগামী ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত