ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
কলকাতায় ওবায়দুল কাদেরের ছবি ভাইরাল, অনুসন্ধানে যা জানা গেল

ডুয়া নিউজ : গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়লেও অনেকে এখনো প্রকাশ্যে আসেননি। দলের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান ঘিরে তৈরি হয়েছে জোরালো রহস্য।
শনিবার দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওবায়দুল কাদের বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় অবস্থান করছেন।
এ বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অনলাইন সংবাদমাধ্যম 'সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে পেয়েছেন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, যেখানে দাবি করা হচ্ছে—ওবায়দুল কাদেরকে কলকাতার রাস্তায় দেখা গেছে। ছবিতে তাকে ‘নর্থ সিটি’ নামের একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ওবায়দুল কাদেরকে ঘিরে ছড়িয়ে পড়া ভাইরাল ছবিটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ছবিতে যেই ‘নর্থ সিটি’ হাসপাতালের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, সেটি খতিয়ে দেখে আরও কিছু তথ্য পাওয়া গেছে। জানা গেছে, কলকাতার বাগমারী রোডে সত্যিই ‘নর্থ সিটি’ নামে একটি হাসপাতাল রয়েছে। তবে গুগলে পাওয়া হাসপাতালের আসল ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবির তুলনায় একাধিক গঠনগত পার্থক্য ধরা পড়ে।
প্রথমত, আসল হাসপাতালের সামনের অংশে পাঁচটি জানালা রয়েছে, কিন্তু ভাইরাল ছবিতে দেখা যায় মাত্র চারটি জানালা।
দ্বিতীয়ত, হাসপাতালের মূল প্রবেশপথের ডান পাশে থাকা নীল রঙের সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে—‘নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার’, যার একপাশে মানুষের ছবিও রয়েছে। অথচ ভাইরাল ছবির সাইনবোর্ডে কেবল লেখা ‘নর্থ সিটি ইমেজিং সেন্টার’ এবং সেখানে কোনো মানুষের ছবি নেই।
তৃতীয়ত, প্রকৃত হাসপাতালের অ্যাম্বুলেন্সে হাসপাতালের নাম, ঠিকানা ও জরুরি যোগাযোগ নম্বর লেখা রয়েছে। কিন্তু ভাইরাল ছবির অ্যাম্বুলেন্সে শুধু হাসপাতালের নামই দেখা গেছে।
এছাড়া ছবির বেশ কিছু অসংগতিও চোখে পড়ে, যা এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে। যেমন—ছবিতে কাদেরকে কোটের কলার টেনে মুখ ঢাকতে দেখা যায়, যদিও সাধারণ কোটের কাপড় মুখ ঢাকার মতো এত বড় বা নমনীয় হয় না। আবার পেছনের ভবনের গঠন ও রং অস্বাভাবিকভাবে নিখুঁত এবং জানালাগুলোর মধ্যে অপ্রাকৃত প্রতিসাম্য রয়েছে। এমনকি ছবির রাস্তার টেক্সচারও কার্টুনের মতো মসৃণ ও অস্বাভাবিক।
রিউমর স্ক্যানার দল আরও একধাপ এগিয়ে গিয়ে ছবিটি এআই-কনটেন্ট শনাক্তকারী টুল ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষা করে। সেখানেও জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
সব মিলিয়ে, আলোচিত ছবিটি যে বাস্তব নয় এবং প্রযুক্তির কল্পনাজালে তৈরি, সেটি নিশ্চিত করেছে নানা দিক থেকে বিশ্লেষণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার