ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ডিএমপির নির্দেশনা

ডুয়া নিউজ: পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা সফলভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
আজ শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটার্ন করে টিএসসি, শিববাড়ী ক্রসিং, রোমানা ক্রসিং, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য প্রস্তাবিত রুটসমূহ:
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে কাঁটাবন ক্রসিং, নীলক্ষেত মোড় পেরিয়ে ভিসি বাংলো মোড়ে আসা যাবে।২. নিউমার্কেট থেকে আসা অংশগ্রহণকারীরা নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে পৌঁছাতে পারবেন।৩. পলাশী থেকে আগতরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।৪. চাঁনখারপুল ও বকশী বাজার এলাকা থেকে আগতরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত ও পরে ডানে মোড় নিয়ে ডিসি বাংলো মোড়ে পৌঁছাতে পারবেন।
ডিএমপি জানিয়েছে, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। এটি আনন্দঘন ও নিরাপদভাবে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে, উৎসব উপলক্ষে এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিবছরের মতো এবারও নগরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সুষ্ঠুভাবে পহেলা বৈশাখ উদযাপনে ডিএমপি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত রাজধানী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- মুনাফা কমলেও ডিভিডেন্ড বেড়েছে ওয়ালটনের