ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শুক্রবার পর্দা উঠছে পিএসএলের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ডুয়া ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার (১১ এপ্রিল) পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের। রাওয়ালপিন্ডিতে জমজমাট এক উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
মোট ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট। রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোর—এই চারটি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে।
সবচেয়ে বেশি, ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে হবে ১১টি, করাচি ও মুলতানে ৫টি করে ম্যাচ।
প্লে-অফের প্রথম ম্যাচ (১৩ মে) হবে রাওয়ালপিন্ডিতে। বাকি দুই প্লে-অফ ম্যাচ (১৪ ও ১৬ মে) এবং ফাইনাল (১৮ মে) অনুষ্ঠিত হবে লাহোরে।
এবারই ছয় দলের অংশগ্রহণে শেষবারের মতো হচ্ছে পিএসএল। আগামী বছর থেকে দুটি নতুন দল যুক্ত হয়ে মোট আট দলে পরিণত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে এখনো নতুন দলের নাম প্রকাশ করা হয়নি।
দেখে নিন পিএসএলের পূর্ণাঙ্গ সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|
| ১১ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি |
| ১২ এপ্রিল | পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস করাচি কিংস বনাম মুলতান সুলতানস | রাওয়ালপিন্ডি করাচি |
| ১৩ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি |
| ১৪ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি | রাওয়ালপিন্ডি |
| ১৫ এপ্রিল | করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স | করাচি |
| ১৬ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস | রাওয়ালপিন্ডি |
| ১৮ এপ্রিল | করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | করাচি |
| ১৯ এপ্রিল | পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস | রাওয়ালপিন্ডি |
| ২০ এপ্রিল | করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | করাচি |
| ২১ এপ্রিল | করাচি কিংস বনাম পেশোয়ার জালমি | করাচি |
| ২২ এপ্রিল | মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স | মুলতান |
| ২৩ এপ্রিল | মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেড | মুলতান |
| ২৪ এপ্রিল | লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি | লাহোর |
| ২৫ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস | লাহোর |
| ২৬ এপ্রিল | লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস | লাহোর |
| ২৭ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি | লাহোর |
| ২৮ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতানস | লাহোর |
| ৩০ এপ্রিল | লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর |
| ১ মে | মুলতান সুলতান বনাম করাচি কিংস লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | মুলতান লাহোর |
| ২ মে | পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর |
| ৩ মে | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর |
| ৪ মে | লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস | লাহোর |
| ৫ মে | মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমি | মুলতান |
| ৬ মে | ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | রাওয়ালপিন্ডি |
| ৮ মে | পেশোয়ার জালমি বনাম করাচি কিংস | রাওয়ালপিন্ডি |
| ৯ মে | পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি |
| ১০ মে | মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস | মুলতান রাওয়ালপিন্ডি |
| ১৩ মে | কোয়ালিফায়ার ১ | রাওয়ালপিন্ডি |
| ১৪ মে | এলিমিনেটর | লাহোর |
| ১৬ মে | কোয়ালিফায়ার ২ | লাহোর |
| ১৮ মে | ফাইনাল | লাহোর |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ