ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
আ.লীগের বিচারসহ ৪ বিষয়ে একমত হেফাজত-এনসিপি

ডুয়া নিউজ: রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ চারটি বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (০৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসে হেফাজতে ইসলামের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে। জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “দল হিসেবে আওয়ামী লীগের বিচারে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি। মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। সেগুলোর মধ্যে রয়েছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।”
এছাড়া মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামসহ অন্যান্য দলগুলোর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তির পক্ষে একমত হন। সভায় সংস্কার বিষয়ে পারস্পরিক প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।
সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অন্য একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক সারজিসও সভায় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে