ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
আজ বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
ডুয়া ডেস্ক: বাংলাদেশে আজ বুধবার থেকে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু হচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন। সম্মেলনের কার্যক্রমও স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও লাইসেন্স গ্রহণ করতে হবে, যা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানিয়েছেন, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের প্রযুক্তি ইতিবাচকভাবে যাচাই করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি দ্রুত এগিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যা সেবা চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এর পরবর্তী সময়ে ঢাকায় বেশ কয়েকটি পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংকের পরীক্ষামূলক সেবার মাধ্যমে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। কারণ স্পেসএক্সের অধীনস্থ স্টারলিংক ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করছে। এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করবে এবং শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমাবে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে জরুরি যোগাযোগ স্থাপনে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া চলতি বছরে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ভুটানে স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালু হয়েছে এবং এখন বাংলাদেশে পরীক্ষামূলক সংযোগ শুরু হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস