ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে ভর্তির অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক, জানালেন গণহত্যার প্রতিবাদ

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।
রোববার (৬ এপ্রিল) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের প্রভাষক কে এম তানভীর তার এ সিদ্ধান্তের কথা জানান। একইভাবে সোমবার (৭ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী জাকির হোসেন তার একই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
তানভীর জানান, তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেকটিকাট থেকে ২০২৫ সালে পিএইচডি ভর্তির অফার পেয়েছিলেন। তবে গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে তিনি ওই অফার প্রত্যাখ্যান করেছেন এবং বিশ্ববিদ্যালয়কে ৪ এপ্রিল ফিরতি বার্তায় জানিয়ে দেন। তানভীরের মতে এই সিদ্ধান্ত তার ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিফলন।
অপরদিকে জাকির হোসেন যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি প্রোগ্রামে এমএস ভর্তি অফার পেয়েছিলেন। তবে তিনি একই কারণে সেই অফার প্রত্যাখ্যান করেছেন। জাকির ফেসবুকে তার পোস্টে লিখেন, "গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এবং ব্যক্তিগতভাবে বিবেকের প্রশ্নে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও উল্লেখ করেন, তিনি ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছেন এবং তার দল ২০২২ সালে ইন্টার-ইউনিভার্সিটি সাইবার ড্রিল-এ দ্বিতীয় রানারআপ হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার