ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
‘ছাত্র নেতারা যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি’

ঢাবি প্রতিনিধি : জুলাই আন্দোলনে আহত আশিকুর রহমান হৃদয়য়ের মৃত্যু প্রসঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত না করা হয়নি বলে উল্লেখ করেছে ' গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন'।
শনিবার (৫ এপ্রিল) প্লাটফর্মটির অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আশিকুর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। রাষ্ট্র বা জুলাই ব্যবসায়ী ছাত্র নেতারা তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি।
তিনি বলেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে হয়তো তাকে বাঁচানো যেত। বাঁচানো যেত আরও অসংখ্য যোদ্ধার চোখ বা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ। সঠিক চিকিৎসা নিশ্চিত না করতে পারার কারণে আরও অনেক জুলাই যোদ্ধাকে শহীদ হতে হয়েছে।
বিজ্ঞপ্তিতে মুসাদ্দিক বলেন, ৫ আগস্টের পর আমরা জেলায় জেলায় সফর না করে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছি। আমরা যখন বলেছি চিকিৎসার অভাবে অনেক আহত শহীদ হয়ে যাচ্ছেন তখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা নাকি অপতথ্য ছড়াচ্ছি।
গত সাত মাসে আওয়ামী লীগের কোনো দৃশ্যমান বিচার হয়নি, খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঝটিকা মিছিলের পাশাপাশি গুপ্তহত্যা করার দুঃসাহস করলেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেন মুসাদ্দিক। তিনি বলেন, উপদেষ্টারা নির্লজ্জভাবে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন নয়। শহীদ পরিবারের দুর্দশার কথা শুনলে কেউ কান্না ধরে রাখতে পারবেন না। অধিকাংশ আহত পরিবারকে নিজেদের জায়গা জমি বিক্রি করে চিকিৎসা নির্বাহ করতে হয়েছে।
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র যেখানে ৫ আগস্টেই ঘোষণা করার কথা ছিলো সেখানে গত ৭ মাসেও সরকার উদ্যোগ গ্রহণ করেনি। এসব দাবি বাস্তবায়নে সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানায় ‘ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন'।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার