ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে চীন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মার্চ ৩০ ১৫:৪৩:৫৫
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে চীন

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে এই সুযোগ আরও সম্প্রসারিত হবে।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ৫০টি চমৎকার বছর অতিক্রম করেছে। আগামী ৫০ বছরের জন্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার শক্ত ভিত্তি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কের একটি দিক হচ্ছে পানিসম্পদ ব্যবস্থাপনা এবং অন্যটি শিল্পায়ন। এই দুটি স্তম্ভ তারা মজবুতভাবে প্রতিষ্ঠা করেছেন, এবং এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে দুই দেশবাসীর।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে বলেছেন, আমরা এক-দুজন নয়, বরং হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চাই যারা চীনে শিক্ষা গ্রহণ করবে। আগামী এপ্রিল মাসে কুনমিং শহরের গভর্নর আসছেন, এবং ওই সফরে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। আমরা চাই যেন বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী চীনে শিক্ষার সুযোগ লাভ করেন, যেখানে আমরা ইতিবাচক সাড়া পেয়ে যাচ্ছি।”

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত