ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
হামজার কাছে পকেটবন্দী সুনীল ছেত্রী, হতাশ ভারতের কোচ
ডুয়া নিউজ: বাংলাদেশের বিপক্ষে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছিলেন ভারতীয় ফরোয়ার্ড খেলোয়াড় সুনীল ছেত্রী। তবে বয়সের ভারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪০ বছর বয়সী এই কিংবদন্তিকে আবারও মাঠে দেখা গেল বাংলাদেশের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলদাতার অভাবে ভুগতে থাকা ভারত দলে ফিরিয়েছে ছেত্রীকে।
তবে এ প্রত্যাবর্তনটা সুখকর হলো না ছেত্রীর জন্য। মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ শিবিরের মিডফিল্ডার হামজা চৌধুরীর কাছে কার্যত পকেটবন্দী হয়ে রইলেন তিনি। একাধিকবার ছেত্রীর আক্রমণ প্রতিহত করেছেন হামজা। আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ (৯৫) গোলদাতা হয়েও বাংলাদেশের রক্ষণ ভাঙতে ব্যর্থ হন ভারতীয় তারকা। ম্যাচের শেষ ভাগে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে থাকা ছেত্রীর হতাশামাখা চেহারাই যেন বলছিল, কতটা কঠিন ছিল তার জন্য এই ম্যাচ।
শুধু ছেত্রীই নন, হতাশ ভারতের কোচ মানোলো মার্কেসও। ঘরের মাঠে র্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকা দল বাংলাদেশের বিপক্ষে জয়ের আশা করেছিলেন তিনি। কিন্তু সেই আশায় বড় ধাক্কা লেগেছে। একের পর এক ভুলের কারণে গোল আদায় করতে পারেনি তার দল। উল্টো ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় গোলরক্ষক বিশাল কেইথের ভুল কাজে লাগাতে পারেননি মজিবুর রহমান জনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, "আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি এবং এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন এটি। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, তবে জেতার জন্য তা যথেষ্ট ছিল না।"
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশ ও ভারতের সঙ্গে রয়েছে হংকং ও সিঙ্গাপুর। গ্রুপ পর্বের এই প্রথম ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। দুই দল আবার মুখোমুখি হবে ১৮ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে