ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ঢাবির নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা, চূড়ান্ত বিষয় বরাদ্দের সময় জানা গেল
.jpg)
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সব আসন পূর্ণ করে শিক্ষার্থীদের চূড়ান্ত বিষয় বরাদ্দ আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে। এরপর ২ জুলাই থেকে শুরু হবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য ক্লাস শুরু হওয়ার পর মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন সম্ভব হবে না। এজন্য শিক্ষার্থীদের বিভাগ বা ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হওয়ার পূর্বেই তাদের বিষয় বরাদ্দ বা মাইগ্রেশন সম্পন্ন করতে হবে এবং চূড়ান্ত বিষয় বরাদ্দ করা হবে।
শিক্ষার্থীদের আগামী ২২ থেকে ২৬ জুনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত বিষয়ের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে ভর্তির আবেদন করতে হবে। তবে যদি কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে, দেশের বাইরে অবস্থানজনিত কারণে অথবা অন্য কোনো যৌক্তিক কারণে (প্রমাণাদি জমা দিতে হবে) বিলম্বে ভর্তির আবেদন করেন তবে তাদের ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা ইউনিট ছাড়া সব ইউনিটের ফল ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। ২৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের তথ্যের ফরম পূরণ ও ভর্তির জন্য পছন্দক্রম অনলাইনে দিতে পারবেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে তাদের পছন্দের বিষয়ের তালিকা (বাংলা বর্ণক্রমে প্রদর্শিত) ডাউনলোড করে নিতে পারবেন। অভিভাবক, শিক্ষক, অথবা শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই পছন্দক্রম আগে থেকে হাতে লিখে রাখলে অনলাইনে বিষয়ের পছন্দক্রম দেয়ার সময় ভুল হওয়ার সম্ভাবনা কমে।
একবার পছন্দক্রম দেওয়ার পর যদি শিক্ষার্থী তা পরিবর্তন করতে চান তবে নতুন ‘কোড’ সংগ্রহ করে ১৬ এপ্রিলের মধ্যে নতুন ফরম পূরণ করতে পারবেন। তবে নতুন ফরমটি সংশ্লিষ্ট বিভাগে সশরীরে জমা দিতে হবে। জমা না দিলে প্রথম পছন্দক্রমই ব্যবহার হবে।
পছন্দক্রম দেয়ার সময় শিক্ষার্থীদের নিজেদের আগ্রহের বিষয়টি নির্বাচন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। “পাওয়া যাবে না” এই ধারণার বদলে “আমি পড়তে চাই” এই মানসিকতা নিয়ে পছন্দক্রম দেওয়া উচিত, এতে শিক্ষার্থীর স্বার্থ সর্বোচ্চ রক্ষা হবে।
মেধাক্রম এবং পছন্দক্রম অনুযায়ী ৫টি ধাপে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ করা হবে। প্রতিটি ধাপে নতুনভাবে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট জামানতের টাকা জমা দিতে হবে এবং সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল নম্বরপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময়সূচী অনলাইনে নোটিশের মাধ্যমে জানানো হবে।
কোনো শিক্ষার্থী যদি আগাম টাকা জমা না দেয় বা সাক্ষাৎকারে মূল নম্বরপত্র জমা না দেয় তবে তার বিষয় বরাদ্দ বাতিল হবে এবং পরবর্তী ধাপে তাকে বিবেচিত করা হবে না। চূড়ান্তভাবে বিষয় বরাদ্দ হলে শিক্ষার্থীকে ভর্তির সকল ফি পরিশোধ করে সশরীরে বিভাগে হাজির হতে হবে।
বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা